News update
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     

গাজায় গণহত্যার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-04-11, 6:37pm

tertereytryr-8fd85e4d38eaa4d914816368b9e9a2721744375023.jpg




ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভে উত্তাল দেশের বিভিন্ন জেলা।

শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

লক্ষ্মীপুর 

শহরের চক বাজার জামে মসজিদ ও দক্ষিণ তেমুহনী এলাকা থেকে ‘ফিলিস্তিন সংহতি লক্ষ্মীপুর, ইসলামী আন্দোলন, আহলে হাদিস আন্দোলনসহ বিভিন্ন ব্যানারে প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করা হয়। হাজার হাজার ছাত্র-জনতার অংশগ্রহণে মিছিলগুলো শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহুনী শহীদ আফনান চত্ত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় ‘বেঞ্জামিন নেতানিয়াহুর দুই গালে- জুতা মার তালে তালে’ এবং ‘ট্রাম্পের দুই গালে জুতা মার তালে তালে’সহ বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা গাজায় গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিনের দাবি তোলেন।

যশোর 

যশোরে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাদ জুম্মা হেফাজত ইসলাম, ইমাম পরিষদ ও আহলে হাদিস বাংলাদেশ যশোর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশ যশোর জেলা শাখা ও ইমাম পরিষদের যৌথ উদ্যোগে যশোর দড়াটানা ভৈরব চত্বরে বিক্ষোভ সমাবেশ সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর এবং যশোর শাখার সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরী।

সমাবেশ থেকে বক্তারা বিশ্ব মুসলিম উম্মাহকে জাগ্রত হওয়ার পাশাপাশি ফিলিস্তিনের স্বাধীনতার জন্য ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে খুলনা বাসস্ট্যান্ড প্রাঙ্গণে যেয়ে শেষ হয়। একই দাবিতে আহলে হাদিস বাংলাদেশ যশোর শাখার উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

ব্রাহ্মণবাড়িয়া  

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় পৌর মুক্তমঞ্চের সামনে স্থানীয় সাংবাদিকরা এ মানববন্ধন করেন। মানববন্ধনে সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য  রাখেন।

প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিশ্বজিৎ পাল বাবুর সভাপতিত্বে ও সাংবাদিক মো: মহিউদ্দিন মিশুর সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি বোরহান উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নূরুন্নবী ভূঁইয়া, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি  মো: সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জালাল হোসেন মামুন, সাংবাদিক রুবেল আহমেদ, মোহাম্মদ অমিত হাসান আবীর, আনিসুর রহমান, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক রামীন খান সহ আরো অনেকে। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, কাজী মফিকুল ইসলাম সুহিন, জুটন বনিক, জহিরুল ইসলাম সাগর, আশিষ সাহা, হাসান মাহামুদ পারভেজ, মো:সাহাবুদ্দিন, রাকেশ কুমার ঘোষ, রাসেল মিয়া প্রমুখ।

মাদারীপুর

ফিলিস্তিনির গাজায় গণহত্যায় শহিদদের রুহের মাগফিরাত কামনায় মাদারীপুরে মসজিদে মসজিদে  দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

দুপুরে মাদারীপুরের জেলা ও উপজেলার বিভিন্ন মসজিদে বাদ জুমা গাজায় গণহত্যায় শহিদদের রুহের মাগফিরাত কামনায় করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। জেলা সদর জামে মসজিদ, জেলা পরিষদ জামে মসজিদ, জেলা কেন্দ্রীয় জামে মসজিদসহ জেলার সব মসজিদেই এ আয়োজন করা হয়। এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা ফিলিস্তিনির গাজায় ইসরাইলি হামলায় শহিদদের রুহের মাগফিরাত কামনায় আল্লাহর কাছে বিশেষ দোয়া প্রার্থনা করেন।

কুড়িগ্রাম

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুড়িগ্রাম জেলা শাখা গণ আন্দোলন কর্মসূচি পালন করেছে। জুম্মার নামাজের পর কুড়িগ্রাম সরকারি কলেজ গেট থেকে গণআন্দোলন কর্মসূচি শুরু হয়। সমবেত ছাত্র শিবির একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোষ পাড়ায় মুক্তিযোদ্ধা ফলকের কাছে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক আরমান হোসেন, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মুকুল হোসেন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।

অন্যদিকে বিকেলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলাশাখা ফিলিস্তিনে নৃশংস গণহত্যা ও হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শেষ হয়।

পঞ্চগড়

গণহত্যার প্রতিবাদে প্রতীকী মরদেহ নিয়ে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিসহ সর্বস্তরের মানুষ। একই সঙ্গে ইসরাইলি সকল পণ্য বর্জনের ডাক দিয়ে মার্চ ফর গাজা কর্মসূচি পালন করে তারা। এসময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো জেলা।

জুম্মার নামাজের পর বিভিন্ন সমজিদ থেকে মুসল্লিরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের শেরে বাংলা পার্কে জমায়েত হয়। সেখানে বিক্ষোভ করে একটি মিছিল বের করে। মিছিলটি ডোকরোপাড়ার জজ কোর্ট এলাকায় গিয়ে আবারও একই স্থানে এসে শেষ হয়। মিছিলে প্রায় কয়েক হাজার মুসল্লিসহ মানুষ অংশগ্রহণ করে।

পরে শেরে বাংলা পার্ক চৌরঙ্গী মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ফিলিস্তিনের পক্ষে থেকে ইসরাইলের বর্বরতার তীব্র প্রতিবাজ জানান। একই সাথে সকল মুসলিম জাতিকে একত্রিত হয়ে ইসরাইলের সব পণ্য বর্জনের ডাক দেন। এসময় সমাবেশে বক্তব্য রাখেন পঞ্চগড় খেলাফত মজলিসের সভাপতি মিরমুরশেদ তুহিন, বকুলতলা মসজিদের খতিব শাফিউদ্দীন, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুলফিকার রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী, মু. খোরশেদ মাহমুদ প্রমুখ। এদিকে সমাবেশের মাঝে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কুশপুতুল দাহ করেন মুসল্লিরা।  সময়