News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে বিনামূল্যে খাওয়ানো হচ্ছে পানি ও শরবত

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-04-12, 2:05pm

ewrewrwerqw-6ce2335d872e0f34ffc9bc76f65faa8f1744445143.jpg




ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে আজ বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে জমায়েতের ডাক দিয়েছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামে একটি প্ল্যাটফর্ম। এতে অংশ নিতে সকাল থেকেই সমবেত হচ্ছেন অসংখ্য মানুষ। গরমের মধ্যে আসা এসব মানুষকে স্বস্তি দিতে বিনামূল্যে পানি ও শরবত বিতরণ করছে তাওহীদ নামের একটি ফাউন্ডেশন।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে সমাবেশস্থল ঘুরে এমন চিত্র দেখা যায়। 

সরেজমিনে দেখা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশমুখের একটু পাশেই ট্রাকে করে পানি ও শরবত এনেছে ফাউন্ডেশনের সদস্যরা। এ সময় তারা মাইকে করে সবাইকে ডাকছেন শরবত পান করার জন্য। তীব্র গরমে স্বস্তি পেতে অনেকেই এ শরবত পান করছেন।

সমাবেশে আসা লিটন মাহমুদ নামে একজন বলেন, গরমে বারবারই পানির তৃষ্ণা পাচ্ছে। কিনে খেতে হলেঅনেক টাকাই লাগতো। অথচ এখানে এসে দেখি, বিনামূল্যে পানি ও শরবত খাওয়ানো হচ্ছে। বিষয়টি সত্যিই প্রশংসার।  

তিনি আরও বলেন, এখন এক বোতল পানির দাম যেখানে ২০ টাকা ও এক গ্লাস শরবতের দাম ১০-২০ টাকা, সেখানে ফাউন্ডেশনটি বিনামূল্যে এই সেবা দিয়ে সমাবেশে আগতদের স্বস্তি দিচ্ছে। এজন্য তাদের ধন্যবাদ।

মিজান আহমেদ নামে আরেকজন বলেন, কড়া রোদের মধ্যেও ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করতে এখানে এসেছি। খুব তৃষ্ণা পাওয়ায় বিনামূল্যের এই শরবত খেলাম। যারা এই উদ্যোগ নিয়েছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ।

তাওহীদ ফাউন্ডেশনের এক কর্মী বলেন, সমাবেশে আগত মানুষদের একটু স্বস্তি দিতেই আমাদের এ সামান্য আয়োজন। তাছাড়া আমরা চাই সবাই ইসরায়েলি পণ্য বয়কট করুক।

প্রসঙ্গত, আজ বিকেল ৩টায় কর্মসূচি থাকলেও সকাল থেকেই দলে দলে মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন। সবার হাতে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা এবং বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড রয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, নিরীহ ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে ও বিশ্ববাসীকে সোচ্চার করার উদ্দেশ্যেই এই আয়োজন করা হয়েছে। আশা করা যাচ্ছে, সারাদেশ থেকে কয়েক লাখ মানুষ এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবে।

এতে সভাপতিত্ব করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক।

আরটিভি