News update
  • Irregularities, injustice will no longer be accepted in politics: Jamaat Ameer     |     
  • 2 arrested in Jhenaidah for allegedly selling madrasa student     |     
  • Koko’s wife campaigns for Tarique in Dhaka-17     |     
  • Bangladeshi Expats Cast 4.58 Lakh Postal Votes     |     
  • IMF Forecasts Bangladesh GDP to Rebound to 4.7% in FY26     |     

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-04-17, 12:51pm

ewrewrw3423-9c86dd7f123d12b65f7fd40fc4bff4ed1744872708.jpg




জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় জাতীয় সংসদের এলডি হলে বৈঠকটি শুরু হয়েছে। 

বৈঠকের বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কদ্দুস কাজল, সাবেক সচিব মনিরুজ্জামান।

গত ২৩ মার্চ ঐকমত্য কমিশনে বিএনপি নিজেদের মতামত জমা দেওয়ার পর আজ এ বৈঠক হচ্ছে। এর আগে, পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে ৩৭টি রাজনৈতিক দল ও জোটের কাছে ‘স্প্রেড শিট’ (ছক আকারে) পাঠিয়েছিল ঐকমত্য কমিশন। আরটিভি