News update
  • Bangladesh Bank allows loan rescheduling for up to 10 years     |     
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     

কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনায় শোক ড. ইউনূসের

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-04-23, 7:32pm

rwwerwerwe-3ef8ea099591d75df85bad6b9667c8141745415124.jpg




অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন। আজ বুধবার এক ‘এক্স’ পোস্টে তিনি এ শোক ও সমবেদনা জানান।

পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে ড. ইউনূস বলেন, কাশ্মীরের পাহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছি।

মঙ্গলবার দুপুরে কাশ্মীরের অনন্তনাগ জেলার জনপ্রিয় পর্যটনস্থল পাহেলগাঁওয়ে ওই হামলার ঘটনায় ২৬ জন নিহত হয়। যাদের অধিকাংশই ছিল অন্য রাজ্য থেকে আসা পর্যটক। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটাই সবচেয়ে প্রাণঘাতী হামলা।

প্রধানমন্ত্রী মোদি দ্বিপক্ষীয় সফরে সৌদি আরবে থাকলেও হামলার খবর পেয়ে তিনি সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার রাতেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন। তার ফেরার কথা ছিল বুধবার রাতে।

কাশ্মীরের ঘটনার খবর পেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করেন নরেন্দ্র মোদিকে। তিনি ওই ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি দোষীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।