News update
  • Dhaka’s air quality ‘moderate’ on Thursday     |     
  • Rice traders refuse to unload cargo for high duty at Hili     |     
  • Malnutrition Claims 100 Young Lives in Gaza, Says UNRWA     |     
  • Hunger and Bombs Ravage Besieged Civilians in Sudan’s El Fasher     |     
  • Loan defaulters won’t be allowed in nat’l polls: Salehuddin     |     

তিন দলই চায়, প্রধান উপদেষ্টার অধীনে নির্বাচন হোক: প্রেস সচিব

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-05-25, 12:25am

img_20250525_002353-265ca4d3c499f3f0147bfbdac3b11e4c1748111125.jpg




অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে বৈঠক করেছে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৈঠকে তিনটি দলই প্রধান উপদেষ্টা যেন পদত্যাগ না করেন, সেজন্য তাকে সমর্থন জানিয়েছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

শনিবার (২৪ মে) সন্ধ্যায় বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা যেন পদত্যাগ না করেন, এ ব্যাপারে তাকে সমর্থন জানিয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি। তিনটি রাজনৈতিক দলই চায় যেন প্রধান উপদেষ্টার অধীনেই সুষ্ঠু নির্বাচন হয়।

এছাড়া, বিএনপির দ্বিমত থাকলেও আগামী বছরের ৩০ জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে ড. ইউনূসকে সমর্থন জানিয়েছে বাকি দুই দল।

শফিকুল আলম বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তার এ সিদ্ধান্তে সমর্থন দিয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। ডিসেম্বর থেকে জুনের ৩০ তারিখের মধ্যে নির্বাচন হবে, এর বাইরে যাবে না।

প্রেস সচিব আরও বলেন, স্থানীয় নির্বাচনে জোর দিয়েছে এনসিপি। আওয়ামী লীগের আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণা চেয়েছে তারা।