News update
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৫ কিমি যানজট, যাত্রীদের ভোগান্তি 

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-06-05, 10:00am

img_20250605_095838-6ef4de86785d2e6d145f031130d6a61e1749096048.jpg




ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ও গাড়ির দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে।

বুধবার (৪ জুন) মধ্যরাত থেকে অতিরিক্ত গাড়ির চাপ এবং সেতুতে কয়েকদফা টোল আদায় বন্ধ ও ধীরগতি থাকায় করটিয়া থেকে যমুনা সেতু পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। 

এ ছাড়াও গোড়াই থেকে ধল্যা পর্যন্ত ১৭ কিলোমিটার এলাকাজুড়ে কোঘাও ধীরগতি আবার কোথাও থেমে থেমে চলছে যানবাহন। সড়কে আটকা পড়েছে শতশত গাড়ি। এতে করে চরম ভোগান্তি পোহাচ্ছে ঘরমুখো মানুষ ও চালকরা।

এলেঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ মো. শরীফ জানান, অতিরিক্ত গাড়ির চাপ ও যমুনা সেতুতে দফায় দফায় টোল আদায় বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন তিনি।