News update
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     

রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ শুরু

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-06-07, 5:14pm

c8b216ba09d89a15ca51ac02dc8a5c4ace90c0f27fe7dcdb-6b8507c721bbd2a695d40520abf1bf0e1749294858.jpg




ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (৭ জুন) দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। পরে উভয় সিটির কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১২ ঘণ্টার মধ্যেই সব বর্জ্য অপসারণ করতে পারবে বলে আশাবাদী। এ বছর কোরবানির বর্জ্যের কারণে নগরবাসীর ঈদ আনন্দ বাধাগ্রস্ত হবে না।

দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) থেকে জানানো হয়েছে, ৭৫টি ওয়ার্ডে একযোগে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। কোরবানির বর্জ্য অপসারণে ১০ হাজারের বেশি জনবল মাঠপর্যায়ে কাজ করছে। ২০৭টি ডাম্প ট্রাক, ৪৪টি কম্পেক্টর, ৩৯টি কনটেইনার ক্যারিয়ার, ১৬টি পে-লোডারসহ বর্জ্য অপসারণ কার্যক্রমে ২ হাজার ৭৯টি যানবাহন নিয়োজিত রয়েছে।

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ব্যবস্থাপনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জরুরি পরিচালন কেন্দ্রে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপিত হয়েছে এবং সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

ডিএসসিসির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রশাসক মো. শাহজাহান মিয়া, দক্ষিণ সিটির সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে ডিএনসিসি ওয়ার্ডগুলোতে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। সময়।