News update
  • Bus ploughs into football match in Cumilla; 1 killed, 5 hurt     |     
  • CA Prof Yunus holding talks with 12 more political parties     |     
  • Meghna swells flooding Chandpur coasts; fish farmers hit hard     |     
  • Maritime ports asked to hoist local cautionary signal No. 3     |     

সরকারি ছুটি শেষ হওয়ার আগেই রাজধানীতে ফিরছে মানুষ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-06-10, 10:44am

f4a005cfd714a21398aa02c3c6dd4deaf9be0e131e3a3dbc-0c99ddf8c64ff149677d17cfc1a94dc91749530699.jpg




প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে লঞ্চ রুটে ঢাকা ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের মানুষ। ভোগান্তি এড়াতে সরকারি ছুটি শেষ হওয়ার আগেই ফিরছেন অনেকে।

মঙ্গলবার (১০ জুন) ভোর থেকেই রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রী নিয়ে নোঙর করে বেশ কয়েকটি নৌযান। এর মধ্যে বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনার কয়েকটি লঞ্চে ফিরতি যাত্রীর সংখ্যা বেশি।

স্বজনদের সঙ্গে কাটানো সময়কেই ঈদের মধুর সময় বলছেন জীবিকার তাগিদে ফেরা মানুষ। এ সময়টুকুই সারা বছরের ক্লান্তি দূর করবে বলছেন তারা।  

এছাড়া আগেভাগেই ফিরে আসার অন্যতম কারণ ভোগান্তি এড়ানোর পাশাপাশি ফাঁকা ঢাকার আনন্দ উপভোগ করতে ফিরছে অনেক পরিবার।  

অন্যদিকে, ঈদ পরবর্তী সময়ে আত্মীয়তায় যোগ দিতে ঢাকা ছাড়ছেন অনেকে। যাতায়াত নির্বিঘ্নে হওয়ায় খুশি সবাই।