News update
  • BB to appoint administrators to merge troubled Islami banks     |     
  • Bangladesh Bank allows loan rescheduling for up to 10 years     |     
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     

শাহবাগ ব্লকেডের চেষ্টা, পুলিশ-চাকরিপ্রার্থী হাতাহাতি

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-07-04, 10:05pm

9ff8614ed8ca000a553b1f0f6036e47281422aaf4cbe08e3-85a8cc1f9d0203d45563ea0150c6fe861751645107.jpg




সরকারি কর্মকমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে ‘ব্লকেড’ কর্মসূচি পালনের সময় পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে পুলিশি বাধায় চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীরা টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এসে অবস্থান নেন।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে ছাত্র সমাবেশের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান নেন। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।

আন্দোলনকারীরা জানান, ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএসের প্রশ্নফাঁসের কথা সবাই জানে। তবু সরকার কার্যত কোনো সমাধান করতে পারেনি। তারা এসব পরীক্ষার ফলাফলের সঙ্গে প্রিলিমিনারি, রিটেন ও ভাইভার নম্বরও চান।

চাকরিপ্রার্থীরা এ সময় স্লোগান দেন- ‘সংস্কার সংস্কার, পিএসসি সংস্কার’, ‘ইন্টেরিম না রাজপথ, রাজপথ রাজপথ’।

এদিকে শাহবাগ ব্লকেডের চেষ্টাকালে বিভিন্ন যানবাহন আটকে পড়ে। এতে সাধারণ যাত্রীরা পড়েন ভোগান্তিতে।