News update
  • Cold wave disrupts life, livelihoods across northern Bangladesh     |     
  • US to Exit 66 UN and Global Bodies Under New Policy Shift     |     
  • LPG Supply Restored Nationwide After Traders End Strike     |     
  • Stocks advance at both bourses; turnover improves     |     
  • LCs surge for stable dollar, but settlement still sluggish     |     

সাড়ে ৫ কোটি নাগরিকের ফাঁস হওয়া তথ্য ডার্কসাইটে পাওয়া যাচ্ছে, এটা উদ্বেগজনক: ফয়েজ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-07-16, 11:15am

864190e26fc73185ab9a3a1dbf1421e997d04111869f27c3-3de5ee1b55dc3a11fea395f7d591e6581752642946.jpg




প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, সাড়ে পাঁচ কোটি নাগরিকের ফাঁস হওয়া ব্যক্তিগত তথ্য ডার্কসাইটে পাওয়া যাচ্ছে। এটা উদ্বেগজনক।

বুধবার (১৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বিয়ার সামিট অ্যান্ড ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাগরিকের ব্যক্তিগত উপাত্ত সুরক্ষায় উদ্যোগ নেয়া হচ্ছে জানিয়ে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ভবিষ্যতে এ ধরনের অপতৎপরতা ঠেকাতে প্রয়োজনীয় সুরক্ষা আইন বা পদক্ষেপ নেয়া হবে।

এজন্য সহায়ক নীতি প্রণয়ন এবং আইন সংস্কার করা হবে বলে জানান তিনি।

এসময় নাগরিকদের জন্য সস্তায় উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানান ফয়েজ আহমদ।