News update
  • Cold wave disrupts life, livelihoods across northern Bangladesh     |     
  • US to Exit 66 UN and Global Bodies Under New Policy Shift     |     
  • LPG Supply Restored Nationwide After Traders End Strike     |     
  • Stocks advance at both bourses; turnover improves     |     
  • LCs surge for stable dollar, but settlement still sluggish     |     

বিমান বিধ্বস্ত: ৮ জনের মরদেহ অভিভাবকদের কাছে হস্তান্তর

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-07-22, 6:05am

417c32bbb044168bf50ae835aea6b55e15ab04f6ab4a845a-4476f405b024544f4d748dadb91459a71753142704.jpg




রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে আটজনের মরদেহ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক ফেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

যাদের মরদেহ হস্তান্তর করা হয়:

১. ফাতেমা আক্তার (৯), পিতা: গনি শেখ, জেলা: বাগেরহাট

২. সামিউল করিম (৯), জেলা: বরিশাল

৩. রজনী ইসলাম (৩৭), জেলা: কুষ্টিয়া

৪. মেহনাজ আফরিন হুরায়রা (৯), জেলা টাঙ্গাইল

৫. শারিয়া আক্তার (১৩), পিতা: রফিক মোল্লাহ, জেলা: ঢাকা

৬. নুসরাত জাহান আনিকা (১০), জেলা: ঢাকা

৭. সাদ সালাউদ্দিন (৯), পিতা: মুকুল সালাউদ্দিন, জেলা: ঢাকা

৮. সায়মা আক্তার (৯), পিতা: শাহ আলম, জেলা: গাজীপুর

এ ছাড়া ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ মর্গে রয়েছে বলে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে।

রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়েছে। ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, রাত সাড়ে ১০টায় একজন ও ১২টার দিকে আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)  ২০ জনের মৃত্যুর কথা জানায়।

এরমধ্যে বার্ন ইনস্টিটিউটে ২, সিএমএইচ-ঢাকায় ১২, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ২, উত্তরা আধুনিক হাসপাতালে ১ জনের মৃত্যু হয়।