News update
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     

সচিবালয়ের সামনে পুলিশ-শিক্ষার্থী পাল্টাপাল্টি ধাওয়া, যান চলাচল বন্ধ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-07-22, 6:42pm

5771c8cc7da1344f651f084cc88486f13b7162fc87a07272-c278ad2395059407cae394d717042dac1753188169.jpg




সচিবালয়ের সামনের রাস্তায় নূর হোসেন চত্বরের পাশে (জিপিও চত্বরে) পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া চলছে। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর থেকে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার ও শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, রাত ৩টার দিকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ। এ জন্য তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ চাচ্ছেন। ২৪ ঘণ্টার মধ্যে তারা পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সরেজমিন দেখা যায়, ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ ধানমন্ডির পাঁচটি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন।

পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ছে। এতে এখন ৩০ শিক্ষার্থী আহত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নেয়ার খবর পাওয়া যাচ্ছে।