News update
  • Cold wave disrupts life, livelihoods across northern Bangladesh     |     
  • US to Exit 66 UN and Global Bodies Under New Policy Shift     |     
  • LPG Supply Restored Nationwide After Traders End Strike     |     
  • Stocks advance at both bourses; turnover improves     |     
  • LCs surge for stable dollar, but settlement still sluggish     |     

বুধবার ফের পদযাত্রা, কালো পতাকা নিয়ে শোক মিছিল করবে এনসিপি

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-07-23, 7:01am

60c2065d9b50ba5376b00c7d399c4b39dce19f2938dfe96c-970d19ba12deb73f8cf54c6593903a8c1753232470.jpg




জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আবারও জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করতে যাচ্ছে। বুধবার (২৩ জুলাই) চাঁদপুর ও কুমিল্লা জেলায় এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। এ সময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে কালো ব্যাজ ধারণ এবং কালো পতাকা নিয়ে শোক মিছিল বরে করবে দলটি।

মঙ্গলবার (২২ জুলাই) দিনগত রাতে দলটির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এতে বলা হয়েছে, এতে আরও বলা হয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা নিয়ে শোক মিছিল করার নির্দেশ দিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।

এদিকে, ফেসবুকে এক ভিডিও বার্তায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, ‘মাইলস্টোনে অনাকাঙ্ক্ষিত এবং হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এতে দেশবাসী এবং আমাদের হৃদয়ের রক্তক্ষরণ হয়েছে। ছোট ছোট নিষ্পাপ ভাই-বোনদের হারিয়েছি। যে পরিবার সন্তান কিংবা স্বজন হারিয়েছে তাদের সান্ত্বনা দেয়ার ভাষা আমাদের জানা নেই। যারা এখন বিভিন্ন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে তাদেরও সান্ত্বনা দেয়ার ভাষা জানা নেই। তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে সেই দোয়া করি। এই শোককে আমরা শক্তিতে পরিণত করতে চাই। আগামীকাল এনসিপি চাঁদপুরে থাকবে। সেখানে বেলা ১১টায় আমরা পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে কালো ব্যাজ ধারণ করে শোক মিছিল বের করবো। আর বাসস্ট্যান্ডে সবার উদ্দেশে কথা বলবো।’

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আশপাশের যে ষড়যন্ত্র চলছে এবং এমন হৃদয়বিদারক ঘটনাকেও ব্যবহার করে যারা লাশের রাজনীতি করতে চায় তাদের জন্য আমাদের বার্তা জানাবো।’

এর কিছু সময় ফেসবুকে এক ভিডিও বার্তায় এনসিপির আরেক মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা একটা সংকটময় সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। গতকাল মাইলস্টোনে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এতে আমাদের অসংখ্য শিক্ষার্থী নিহত হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর যারা হাসপাতালে কাতরাচ্ছে, তাদের ‍সুস্থতা কামনা করছি। যে শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে, সেটি কাটিয়ে ওঠা জাতির জন্য কঠিন। আগামীকাল আমরা চাঁদপুরে কালো পতাকা নিয়ে শোক মিছিল এবং হতাহত শিক্ষার্থীদের জন্য দোয়া করবো। চাঁদপুরবাসীকে নিয়ে এই শোক পালন হবে।’            

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় এনসিপির জুলাই পদযাত্রার কথা ছিল। কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় এই দুই জেলার পদযাত্রা স্থগিত করা হয়।