News update
  • Cumilla City’s Tk 2cr CCTV cameras fall blind     |     
  • Abu Sayeed murder: Charge-framing hearing Sunday     |     
  • Milestone tragedy: Death toll reaches 34     |     
  • Sudan's rival forces declare parallel govt, deepening crisis     |     
  • UN Scientific Panel to Study Nuclear War Consequences     |     

বিমান বিধ্বস্ত: যে কারণে কমেছে মৃতের সংখ্যা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-07-27, 9:02pm

2b42f4c7d02f4b914cc861bd66fe2ce86cfe9f490843b4ee-da058317cd53cc1632f4c6483bd4ca231753628552.jpg




মাইলস্টোন ট্র্যাজেডির সাতদিনের মাথায় মৃতের সংখ্যা কমেছে। ডিএনএ পরীক্ষা এবং ভুল নিরুপণের পর বিকেলে মৃতের সংখ্যা নতুন করে জানানো হয়েছে।

বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৬ জুলাই) দুজনের মৃত্যুর পর মোট ৩৫ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

তবে রোববার (২৭ জুলাই) বিকেল ৪টায় সর্বশেষ হালনাগাদ তথ্যে মৃতের সংখ্যা ৩৩ জানানো হয়।

জানা যায়, মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় সিএমএইচ হাসপাতালে যে ১৫টি ‘বডিব্যাগ’ নেয়া হয়েছিল, সেসবে চূড়ান্তভাবে ১৪ জনের মৃতদেহ শনাক্ত হয়। এ কারণে সকালে একজনের মৃত্যুর তথ্য বাদ দেয়া হয়। পরে বিকেলে লুবানা ও ইউনাইটেড হাসপাতালে মৃত ব্যক্তি একই বলে শনাক্ত হওয়ায় মৃতের সংখ্যা কমে ৩৩ জন হয়।

ঘটনার এক সপ্তাহ পেরিয়ে বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন আছে ৪৬ জন। এর মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৩৪ জন, সিএমএইচে ১১ জন ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছে।

গত ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের মুখে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় হতাহতদের বেশির ভাগই শিশু।