News update
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     

ইউপিডিএফ’র আস্তানায় সেনাবাহিনীর অভিযান, একে-৪৭’সহ অস্ত্র উদ্ধার

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-07-29, 11:19am

img_20250729_111749-faccba49b6153c13789ead1c7432e1f01753766397.jpg




রাঙামাটিতে ইউপিডিএফ-এর আস্তানায় সেনাবাহিনীর অভিযান চলছে। এখন পর্যন্ত একে-৪৭সহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) আস্তানায় সেনাবাহিনীর অভিযান এবং গুলি বিনিময় হয়েছে। অভিযানে এখন পর্যন্ত একে ৪৭ রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।

আইএসপিআর আরও জানায়, অপারেশন চলমান আছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এর আগে, গত ২৬ জুলাই খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম নাড়াইছড়িতে ইউপিডিএফ-জেএসএস সদস্যদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে চারজনের মৃত্যু হয়।