News update
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     
  • DU Syndicate for renaming Sheikh Mujib Hall after Osman Hadi     |     

বৃহস্পতিবারেই সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-07-30, 7:19pm

6453cd6eb4d27fb7029973def05628c90e58fa3a4943ef68-2825108e85929f65802b93b4d0d5469d1753881548.jpg




বৃহস্পতিবারের (৩১ জুলাই) মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে বুধবার (৩০ জুলাই) বৈঠকের পর জানা যেতে পারে সনদ ঘোষণার দিনক্ষণ।

দুপুরের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন।

আজকের আলোচনায় সংসদে নারী প্রতিনিধিত্ব, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব (অনুচ্ছেদ ৪৮(৩)), রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, ইলেক্ট্রোরাল কলেজ, উচ্চকক্ষের গঠন, সদস্য নির্বাচনের পদ্ধতি, এখতিয়ার, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব ও রাষ্ট্রের মূলনীতি বিষয়গুলো ঠাঁই পায়।

এদিকে রাষ্ট্র সংস্কারে মার্চ থেকে মে পর্যন্ত ১৬৬টি সুপারিশ নিয়ে দলগুলোর সঙ্গে প্রথম ধাপের সংলাপ শেষ করে কমিশন। এরপর ২০টি মৌলিক বিষয়ে সংস্কার নিয়ে জুনে শুরু হয় ধারাবাহিক আলোচনা। নোট অব ডিসেন্টসহ ১২ বিষয়ে একমত হয়েছে দলগুলো। বাকি ৮টি অমীমাংসিত বিষয়ে সংলাপ চলমান রেখেই দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠায় কমিশন।

খসড়ায় নির্বাচিত সরকারকে দুই বছরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করতে বলা হয়েছে।