News update
  • Bangladesh embrace agroecology to combat chemical overuse: Experts      |     
  • China warns Japan after ‘red line’ crossed on Taiwan     |     
  • Capital market rebounds on week’s first trading day     |     
  • Earthquake: Bangladesh Fire Service issues 8 safety guidelines     |     
  • Dry fish trade keeps Narail economy moving in winter     |     

জাতীয় নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-11-24, 5:34pm

4534534636-254c6e4cb647ba4d6555bc8eaee6350d1763984071.jpg




আসন্ন জাতীয় নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা।

সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়রকর বটচওয়ের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এই সহায়তা চান।

আসন্ন নির্বাচনে কয়েকটি পর্যবেক্ষণ দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে কমনওয়েলথ। বাংলাদেশের নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করবে কমওয়েলথ।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।

এ সময় শার্লি বচওয়ে আশ্বস্ত করে বলেন, কমনওয়েলথ বাংলাদেশকে নির্বাচন এবং নির্বাচন-পরবর্তী উত্তরণ প্রক্রিয়ায় পূর্ণ সহায়তা দেবে।

তিনি বলেন, কমনওয়েলথের ৫৬টি দেশ; যার মধ্যে জি–৭ ও জি–২০-এর সদস্যরাও রয়েছে। এর মাধ্যমে একে অপরকে সহায়তা করার অনেক সুযোগ রয়েছে।

কমনওয়েলথ মহাসচিব জানান, তিনি দেশের প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে বৈঠক করেছেন। 

তিনি বলেন, আমি বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে খুবই আশাবাদী। কমনওয়েলথ ভোটের আগে বেশ কয়েকটি পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

দুই নেতা তারুণ্যের ক্ষমতায়ন, উদ্যোক্তা উন্নয়ন, আরও সামাজিক ব্যবসা সৃষ্টি এবং বেকারত্ব, কার্বন নিঃসরণ ও বৈষম্য কমানোর লক্ষ্যে ‘তিন-শূন্য’ তত্ত্ব বাস্তবায়নের অগ্রগতি নিয়েও আলোচনা করেছেন।