News update
  • Mangroves Shield Bangladesh's Coast, Sustain Local Livelihoods     |     
  • Bangladesh to Graduate from LDC by 2026 Despite Challenges     |     
  • CA for Establishing Microcredit Bank     |     
  • Electric bus to ply on Dhaka City streets: Asif Mahmud     |     
  • Surplus sacrificial animals in Sylhet ahead of Eid-ul-Azha     |     

দিল্লিতে ভবনে ভয়াবহ আগুন, নিহত ২৬

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-14, 7:05am

resize-350x230x0x0-image-177205-1652464613-fec1d34025004f654bde607e5cf9f1d01652490331.jpg




ভারতের পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার সন্ধ্যায় চার তলা ভবনটিতে আগুন লাগে।

পুলিশ জানায়, এ পর্যন্ত ২৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করছে পুলিশ।এ পর্যন্ত ৪০ জনেরও বেশি লোক দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।ভবনটির একটি তলায় এখনও তল্লাশি চালানো হয়নি।

পুলিশ জানিয়েছে, ভবন থেকে প্রায় ৬০-৭০ জনকে উদ্ধার করা হয়েছে।

ফায়ার বিভাগের কর্মকর্তারা জানান, বিকাল ৪টা ৪০ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পুলিশের ধারণা ভবনটির উপরের তলা থেকে আগুনের সূত্রপাত হয় এবং পুরো ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে। তথ্য সূত্র : এনডিটিভি/ আরটিভি নিউজ।