News update
  • Dhaka's air quality in 'moderate' range on Saturday morning     |     
  • Deadly Floods Displace Over 100,000 in South Sudan     |     
  • Nepal has first woman Prime Minister as March elections set     |     
  • 50 Killed as Israel Intensifies Strikes on Gaza City     |     
  • UN General Assembly Endorses New York Declaration on Two-State Solution     |     

কালীগঞ্জে পশু খাদ্যে ভেজাল দেওয়ায় জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি খবর 2022-05-14, 8:26am




ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামে পশু খাদ্যে ভেজাল দেওয়ার অপরাধে শেখ কামরুজ্জামান কে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া জেরিন। এ সময় শেখ এন্টার প্রাইজের মালিক শেখ কামরুজ্জামানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া জেরিন জানান, পশু খাদ্যের আসল বস্তা খুলে তাতে ভেজাল মিশ্রিত করে নতুনভাবে প্যাকেট করে ক্রেতা সাধারণকে প্রতারিত করার অপরাধে আজ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ শেখ এন্টার প্রাইজের মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।