News update
  • UN Security Council condemns Jammu and Kashmir terror attack     |     
  • 250,000 mourners pay last respects to Pope Francis in 3 days      |     
  • US Restructuring Plan May Include World Bank, IMF & UN Agencies     |     
  • AL-BNP clash leaves over 50 injured in Habiganj     |     
  • Bangladeshi youth injured in BSF firing along Akhaura border     |     

গরমে জামরুল খেলে কী হয়?

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2025-04-26, 7:19am

ddd0b18495108d90002d1ae92932022a61ff843b9fab42cd-586f5a5b3d09ba861c5693498fb7d8401745630361.jpg




গরমকালে জামরুল খাওয়া খুব উপকারী হতে পারে। এতে অনেক উপকারী গুণ রয়েছে, বিশেষ করে গরমে শরীর ঠান্ডা রাখতে।

দেখে নিন গরমে জামরুল খেলে কী কী উপকার পেতে পারেন-

১. শরীর ঠান্ডা রাখে: জামরুলে রয়েছে প্রচুর পরিমাণে পানি, যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এবং গরমে স্বস্তি দেয়।

২. ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক: জামরুলের গ্লাইসেমিক ইনডেক্স কম, তাই এটি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে।

৩. হজমে সহায়তা করে: জামরুলে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।

৪. চর্মের জন্য ভালো: এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল ও সুস্থ রাখতে সাহায্য করে।

৫. ইমিউন সিস্টেম শক্তিশালী করে: জামরুলে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

তবে একসাথে অতিরিক্ত পরিমাণে খাওয়া উচিত না — এতে পেট খারাপ বা অম্বল হতে পারে। সময়।