News update
  • Sand and Dust Storms Wreak Havoc Across Borders     |     
  • Global public debt hits $102 tn, South facing highest burden     |     
  • Attacks on world order, global aid hits progress on poverty     |     
  • Bangladesh, US Begin 3-Day Talks on Tariff and Trade     |     
  • A second Nakba?: UNRWA Commissioner-General on Gaza:     |     

সকালের নাশতায় ডিম সেদ্ধ নাকি পোচয়?

খাদ্য 2025-05-18, 11:34am

a7b414ad1d0661248595093f7012fc0b8176df450db957b6-42597227e1ffe4dd16ec5cb6db28e5461747546499.jpg




সকালের নাশতায় ডিম সেদ্ধ আর ডিম পোচ— দুটোই পুষ্টিকর, তবে স্বাস্থ্য ও খাদ্যাভ্যাস অনুযায়ী কোনটি ভালো হবে তা নির্ভর করে কিছু বিষয়ের ওপর। নিচে তুলনামূলক বিশ্লেষণ দেয়া হলো-

দেখে নিন ডিম সেদ্ধর সুবিধা-

১. অতিরিক্ত তেল বা মসলার প্রয়োজন হয় না, তাই ক্যালোরি কম থাকে।

২. সহজে তৈরি করা যায় ও বহনযোগ্য।

৩. ওজন কমাতে ইচ্ছুকদের জন্য উপযুক্ত।

৪. ডিমের সব পুষ্টিগুণ অক্ষুণ্ন থাকে (বিশেষত হাড়, দাঁত ও চোখের জন্য উপকারী ভিটামিন ডি, বি১২, প্রোটিন)।

অসুবিধা-

১. অনেকের কাছে শুকনো বা একঘেয়ে মনে হতে পারে।

ডিম পোচের সুবিধা দেখে নিন-

১. ভাজা না হলেও ডিমের কুসুম থাকে নরম, যা অনেকের কাছে বেশি মুখরোচক।

২. সেদ্ধ ডিমের মতোই কম তেলে তৈরি করা যায় (যদি তেল ছাড়া পানিতে পোচ করা হয়)।

৩. হজমে তুলনামূলকভাবে সহজ হতে পারে।

অসুবিধা-

১. অনেক সময় পোচ করতে গিয়ে অতিরিক্ত তেল বা মাখন ব্যবহার হয়, যা ক্যালোরি বাড়িয়ে দিতে পারে।

২. রান্না ঠিকমতো না হলে কাঁচা কুসুম থেকে যেতে পারে, যা কিছু মানুষের জন্য স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে।

কোনটি ভালো?

যদি স্বাস্থ্য বা ওজন নিয়ন্ত্রণ লক্ষ্য হয়, তবে ডিম সেদ্ধ বেশি উপকারী। তবে আপনি যদি ক্যালোরি নিয়ন্ত্রণের মধ্যে থেকেও একটু নরম কুসুম চান, তবে কম তেলে বা পানিতে পোচ করা ডিম ভালো বিকল্প।