News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

প্রতিদিন একটি গাজর খেলে কী উপকার পাবেন জানেন?

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2025-06-18, 6:25pm

63475cd893417d04554c97674616486bf876e897da5a660a-42435140966eb6d161acc959904e75911750249558.jpg




গাজর এমন একটি সবজি যা সবসময়ই কমবেশি পাওয়া যায়। প্রতিদিন একটি গাজর খেলে মুক্ত থাকা যায় নানান ধরনের রোগ থেকে। চলুন দেখে আসি গাজরের নানা উপকারিতা-

দেখুন গাজর খেলে কী ঘটে শরীরে-

১. গাজরে আছে ভিটামিন এ ও বিটা ক্যারোটিন। শরীরের টক্সিন দূরে রাখতে গাজরের জুড়ি নেই। এছাড়া গাজরের ভেতর ভিটামিট এ থাকায় নিয়মিত একটি গাজর দৃষ্টিশক্তি ভালো রাখতেও সহায়তা করে।

২. গাজরে থাকা অ্যান্টি অক্সাইড ত্বকের জন্য উপকারী। নিয়মিত গাজর খেলে মুখে বয়সের ছাপ পড়ে দেরিতে। ত্বকের বলিরেখা দূর করতে প্রতিদিন একটি গাজর পেস্ট করে ব্যবহার করতে পারেন।

৩. প্রতিদিন একটি গাজর মুখের দুর্গন্ধ দূর করে। এছাড়াও গাজর দাঁত মজবুত করাসহ মুখের ভেতরের নানান সমস্যা মোকাবেলা করে।