News update
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     

ভরা মৌসুমেও ইলিশের দাম মানুষের নাগালে নেই: উপদেষ্টা

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2025-07-21, 1:51pm

img_20250721_134825-55558290b385918b6213bcde9fc026021753084273.jpg




মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশে ইলিশের ভরা মৌসুম চলছে। তবে এখনো ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই।

সোমবার (২১ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, আগামী ২২ থেকে ২৮ জুলাই সারাদেশে 'জাতীয় মৎস্য সপ্তাহ ২০০৫' পালন করা হবে। মৎস্য খাতে অবদান রাখায় এবার সবটি ক্ষেত্রে ১৬ জন মৎস্যচাষি, উদ্যোক্তা ও বিভিন্ন সংগঠনকে জাতীয় মৎস্য পদক দেয়া হবে।

দেশে ইলিশের ভরা মৌসুম চলছে জানিয়ে তিনি বলেন, চলতি বছর দেশে ৫ লাখ ৪৫ হাজার মেট্রিক টন পর্যন্ত ইলিশ উৎপাদন হতে পারে। তবে এখনো ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই।

এক কেজি সাইজের প্রতি কেজি ইলিশের দাম এখনো ২ হাজার ৫০০ টাকা বলে জানান ফরিদা আখতার। তিনি বলেন, ইলিশের দাম নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।