News update
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     

বিজেডি নেতাকে বিয়ে করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া

গ্রীণওয়াচ ডেস্ক গনতন্ত্র 2025-06-06, 8:53am

mhuyyaa_thaam-d66e0844bdc9301c117ba86259d24e361749178420.jpg

এক্স হ্যান্ডেলে এই ছবি পোস্ট করে নতুন দম্পতিকে অভিনন্দন জানান যাদবপুরের লোকসভা সাংসদ সায়নী ঘোষ।



জ্যেষ্ঠ আইনজীবী ও বিজু জনতা দলের (বিজেডি) সাবেক সাংসদ পিনাকী মিশ্রকে বিয়ে করেছেন তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সাংসদ মহুয়া মৈত্র। গত ৩০ মে জার্মানিতে তাদের বিবাহ সম্পন্ন হয়েছে বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে। যদিও মহুয়া মৈত্র বা পিনাকী মিশ্র কেউই এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। খবর এনডিটিভির। এ

প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মহুয়া মৈত্র ও পিনাকী মিশ্রকে অভিনন্দন জানিয়েছেন। যাদবপুরের টিএমসি লোকসভা সাংসদ সায়নী ঘোষ এক্স হ্যান্ডেলে এই দম্পতিকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘অভিনন্দন এমএম ও পিএম... মহুয়া মৈত্র, পিনাকী মিশ্র, আপনাদের সারা জীবনের ভালোবাসা ও হাসিতে কাটুক এই কামনা।’ 

তবে টিএমসি ও বিজেডির নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, এই বিষয়ে বিস্তারিত কিছু জানেন না।

বিনিয়োগ ব্যাংকার থেকে রাজনীতিতে আসা মহুয়া মৈত্র দ্বিতীয়বারের মতো পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর থেকে সাংসদ নির্বাচিত হন। এর আগে তিনি রাজ্যের বিধানসভার সদস্য হিসেবে এক মেয়াদে কাজ করেছেন। মহুয়া মৈত্র এর আগে ডেনিশ অর্থলগ্নিকারী লার্স ব্রোরসনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০২৩ সালের ডিসেম্বরে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে তাকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে একই আসন থেকে ৫৬ হাজারের বেশি ভোটের ব্যবধানে পুনরায় জয়লাভ করেন মহুয়া মৈত্র।

অন্যদিকে বিজেডির নেতা পিনাকী মিশ্র সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী এবং পুরী থেকে চারবার সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এর আগে সঙ্গীতা মিশ্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং তাদের দুটি সন্তান রয়েছে।