News update
  • Current crisis and fraying of post-WWII international order     |     
  • Incessant rains over Bangladesh, spark fears of flooding     |     
  • Bangladesh Risks Market Share as US Tariff Deadline Nears     |     
  • UN Chief Calls for Urgent Climate, AI and Global Reform     |     
  • Consensus not to use emergency for political ends: Ali Riaz     |     

শিল্প প্রতিষ্ঠানে গ‍্যাস সরবরাহ বেড়েছে : পেট্রোবাংলা

গ্রীণওয়াচ ডেস্ক জীবাশ্ম 2025-05-26, 3:46pm

petrobangla-40bde1e1459d1cd0a232a8e468be5c2a1748252796.jpg




গত বছরের তুলনায় এবার শিল্প প্রতিষ্ঠানে বাড়তি গ‍্যাস সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

সোমবার (২৬ মে) পেট্রোবাংলা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাড়তি গ‍্যাস সরবরাহের কথা জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, গত বছরের প্রথম চার মাসের তুলনায় এবারের প্রথম চার মাসে শিল্পে ২১ শতাংশ বাড়তি গ‍্যাস সরবরার করা হয়েছে।

পেট্রোবাংলা  বলছে, গত বছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দিনে গড়ে গ‍্যাস সরবরাহ হয়েছে ৮২৩ মিলিয়ন ঘনফুট। এবার গড়ে সরবরাহ করা হয়েছে ৯৯৭ মিলিয়ন ঘনফুট গ্যাস। তবে ধীরে ধীরে সরবরাহ আরও বাড়ানো হচ্ছে। এর মধ‍্যে গত বছরের এপ্রিলের তুলনায় চলতি বছরের এপ্রিল মাসে সরবরাহ বেড়েছে ৪৯ দশমিক ৮৬ শতাংশ। গত বছরের এপ্রিল মাসে দিনে গড়ে সরবরাহ করা হয়েছে ৭২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস। এবারের এপ্রিল মাসে সরবরাহ করা হয়েছে এক হাজার ৮৮ মিলিয়ন ঘনফুট গ্যাস।

পেট্রোবাংলা ব‍্যাখ‍্যা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহের বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে শিল্প–সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতিনিধিদের বিভ্রান্তিকর বক্তব্য পেট্রোবাংলার নজরে এসেছে।’ 

এই পরিপ্রেক্ষিতে তাদের বক্তব্য, শিল্পে গ‍্যাস সরবরাহ বৃদ্ধির জন‍্য গত বছরের তুলনায় এবার ছয়টি তরলীকৃত প্রাকৃতিক গ‍্যাসের (এলএনজি) কার্গো বেশি আমদানির ব‍্যবস্থা করা হয়েছে; এর আমদানি মূল‍্য প্রতি ঘনমিটার ৬৫ টাকা। শিল্প খাতে প্রতি ঘনমিটারের দাম রাখা হয় ৩০ টাকা আর শিল্পে উৎপাদিত নিজস্ব বিদ‍্যুতের ক্ষেত্রে দাম ৩১ টাকা ৫০ পয়সা। অর্থাৎ অতিরিক্ত গ্যাস সরবরাহের জন্য প্রতি ঘনমিটারে সরকারকে ৩৫ টাকা ভর্তুকি দিতে হবে। ২৮ মে থেকে দিনে আরও ১৫০ মিলিয়ন ঘনফুট গ‍্যাস সরবরাহ বাড়ানো হবে।

জ্বালানি বিভাগের পাঠানো বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিল্পে গ‍্যাস সরবরাহের ক্ষেত্রে সরকার তৎপর এবং এ বিষয়ে দ্রুত ব‍্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে সব ধরনের বিভ্রান্তির অবসান ঘটবে বলে আশা করছে সরকার।