News update
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     

জামালপুরে কূপ খননের পর পাওয়া গেল গ্যাসের সন্ধান

গ্রীণওয়াচ ডেস্ক জীবাশ্ম 2025-06-01, 4:14pm

24d5351d86ee9d59df5fe691457510af39cd4d0c5196dbc5-c8887f4ccb1e47e15025db02d25337451748772867.jpg




জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। রোববার (১ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক।

জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক জানিয়েছেন, ২৬০০ মিটার খননের পর গত রাতে গ্যাসের সন্ধান পায় বাপেক্স। এখন ডিএসটি চলমান রয়েছে। পরীক্ষা নিরীক্ষার পর গ্যাসের পরিমাণ সম্পর্কে জানা যাবে।

১৯৮০ সালে জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামে সাইসমিক উপাত্তে গ্যাসের উপস্থিতি পায় বাপেক্স। এরপর ২০১৪-১৫ অর্থ বছরে সাইসমিক উপাত্ত এবং ২০১৫-১৬ অর্থ বছরে ক্লোজ গ্রিড সাইসমিক সার্ভে হয়। সেই উপাত্ত বিশ্লেষন করে ২৪ জানুয়ারি জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ। তিন মাস মেয়াদী প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিলো ১৬৮ কোটি টাকা।

গ্যাসের সন্ধান পাওয়ায় উচ্ছ্বসিত এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা শাহাজাহান মিয়া বলেন, গ্যাস পাওয়ায় এখন এই এলাকার রাস্তাঘাটের উন্নতি হবে। আমাদের জীবন মান বদলে যাবে। প্রসার হবে এই অঞ্চলের অর্থনীতি।

আব্দুস সামাদ বলেন, এলাকার মানুষের বেকার সমস্যা সমাধান হবে। আমরা গ্যাসের জন্য জমি দিয়েছি। আমরা আশা করছি এলাকার বেকার সমস্যা সমাধান হবে।