News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

গ্যাস দুর্ঘটনা প্রতিরোধে তিতাসের বার্তা

গ্রীণওয়াচ ডেস্ক জীবাশ্ম 2025-06-14, 5:39pm

img_20250614_173626-6d42a4b627812c6c3001bf974d4f9b3f1749901164.jpg




সাম্প্রতিক সময়ে প্রায়ই গ্যাসজনিত অগ্নি দুর্ঘটনা বা বিস্ফোরণের ঘটনা ঘটছে। এতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এই দুর্ঘটনা প্রতিরোধে সতর্কবার্তা দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শনিবার (১৪ জুন) তিতাস গ‍্যাসের ব‍্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিন স্বাক্ষরিত এক বার্তায় এই সতর্কতার কথা জানানো হয়।

এতে বলা হয়, গ্যাসের চুলা জ্বালানোর কমপক্ষে ২০ মিনিট আগে রান্না ঘরের দরজা-জানালা খুলে দিয়ে বায়ু চলাচল নিশ্চিত করতে হবে। চুলার নব, বাটন, হুসপাইপ ও পিতলের চাবিতে কোনো গ্যাস লিকেজ আছে কিনা পরীক্ষা করতে হবে। লিকেজ হলে রাইজারের চাবি বন্ধ করতে হবে এবং প্রয়োজনে দক্ষ মিস্ত্রি দিয়ে লিকেজ মেরামত করতে হবে।

বার্তায় আরও বলা হয়, গ্যাসের লিকেজ বা গ্যাসের গন্ধ পেলে এই নম্বরসমূহে ০১৯৫৫-৫০০৪৯৭-৫০০ ও কল সেন্টার ১৬৪৯৬ এ যোগাযোগ করা যাবে।

একইসঙ্গে গ্যাস ব্যবহারে সচেতন হওয়া এবং দুর্ঘটনার হাত থেকে নিরাপদ থাকতে বার্তায় উল্লেখ করা হয়।আরটিভি