News update
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     
  • New gas reserve found in old well at Sylhet Kailashtila field     |     
  • Revenue earnings shortfall widens in October     |     

রাজস্বে বড় ঘাটতির শঙ্কা!

গ্রীণওয়াচ ডেস্ক ট্যাক্স 2025-06-30, 7:56pm

546456345-539d72fa5e2173587c5077356bce943a1751291804.jpg




চলতি ২০২৪-২০২৫ অর্থবছরের (জুলাই-জুন) শেষ দিন আজ (৩০ জুন)। এখন পর্যন্ত প্রাপ্ত হিসাব বলছে, আয়কর, ভ্যাট ও কাস্টমস বিভাগের মাধ্যমে ৩ লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকার রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থবছরের শেষদিনের পরিসংখ্যান যোগ করলে সর্বমোট রাজস্ব আদায় ৪ লাখ কোটি টাকার কাছাকাছি হতে পারে। তারপরও বড় ধরনের ঘাটতির মুখেই পড়তে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

সোমবার (৩০ জুন) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, আজ সকাল ১০টা পর্যন্ত আমাদের রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকা। আজ যেটা ট্রেজারিতে জমা হবে সেটার রিপোর্ট কাল পাবো। এর বাইরে সরকারি প্রকল্পের কর বা মূসকের বিল থাকে; যেটা আদায় হয়, সেটা সমন্বয় করতে কিছুটা সময় লাগবে। নরমালি জুন ক্লোজিংয়ে একটু সময় লাগে। ২-৩ সপ্তাহ লেগে যাবে ফাইনাল ফিগার আসতে। আজ সব দপ্তর খোলা, ব্যাংক খোলা। আমার ধারণা আজকে ভালো পরিমাণ অর্থ জমা হবে। সরকারি বিলগুলো এডজাস্ট করলে গতবারের চেয়ে বেশি হবে, এটা নিশ্চিত।

চলতি অর্থবছরে এনবিআরকে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। তবে, অর্থবছরের মাঝপথে এসে লক্ষ্যমাত্রা কমিয়ে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি করা হয় বলে জানা গেছে।

এর আগে, গত ১১ মাস (জুলাই-মে) শেষে প্রতিষ্ঠানটির রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছিল ৬৬ হাজার ৬৭৮ কোটি ১৯ লাখ টাকা। ৬ শতাংশ প্রবৃদ্ধিতে অর্থবছরের মে মাস পর্যন্ত আহরণ হয় ৩ লাখ ২৭ হাজার ৭৮২ কোটি ২৬ লাখ টাকা। রাজস্ব আহরণের সংশোধিত লক্ষ্যমাত্রা অর্জনের হার ৮৩ দশমিক ১০ শতাংশ। ওই সময়ে রাজস্ব আহরণের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৯৪ হাজার ৪৬০ দশমিক ৪৫ কোটি টাকা।