News update
  • About 50 shops gutted in Khulna market fire early Wednesday     |     
  • Three killed in Jashore collision of an ambulance with a van     |     
  • Rice market volatile despite large-scale imports from India     |     
  • 9 Points from Youth to Reduce Road Crashes During Eid Trips     |     
  • Court freezes 31 bank Acs with Tk394 cr of Hasina, family     |     

সৌদিতে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রী নিহত

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2023-03-28, 8:49am

resize-350x230x0x0-image-217502-1679963213-a57b53c4d4da4b90ee721aa6cdb324761679971764.jpg




সৌদি আরবের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রী নিহত এবং ২৯ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ মার্চ) সৌদির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আসির প্রদেশ এবং আভা শহরের সঙ্গে সংযোগকারী সড়কে বাসটির ব্রেক ফেল হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা ওমরাহ পালন করতে মক্কায় যাচ্ছিলেন।

রেড ক্রিসেন্ট দলসহ জরুরি পরিষেবা সংস্থাগুলো দ্রুত সেখানে পৌঁছে আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়েছেন। তাদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিকও রয়েছে। তবে তারা কোন দেশের এবং পরিচয় কী তা তাৎক্ষণিক প্রকাশ করা হয়নি।

দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের ঘটনাটি পবিত্র শহর মক্কা-মদিনায় হজ ও ওমরাহ যাত্রীদের যাতায়াতে সমস্যা হচ্ছে।

এর আগে, ২০১৯ সালের অক্টোবরে মদিনার কাছে একটি বাস দুর্ঘটনায় ৩৫ জন বিদেশি নিহত এবং চারজন আহত হয়েছিল। তথ্য সূত্র খালিজ টাইমস ও গালফ নিউজ, আরটিভি নিউজ।