News update
  • New report seeks reforms for free, pluralistic media in BD     |     
  • 94 Palestinians killed in Gaza, 45 people at aid sites      |     
  • Opening of UN rights office at talk stage: Foreign Adviser     |     
  • AC Tabassum Urmi sacked over anti- govt Facebook posts     |     
  • Bangladeshi killed in BSF firing at Chuadanga border      |     

কলাপাড়ায় কিশোরীর লাশ ঝুলছিল গাছের ডালে

দূর্ঘটনা 2025-07-02, 1:02am

dead-body-0eb37057444ee8c22523bc90e3c7df2d1751396525.jpg

Dead body.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নে নিজ ওড়না প্যাঁচানো অবস্থায় লামিয়া (১৩) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে উপজেলার ছোট বালিয়াতলী গ্রামের একটি চাম্বল গাছের ডাল থেকে ওই কিশোরীর লাশটি উদ্ধার করা হয়। নিহত কিশোরী একই গ্রামের বাহার শিকদারের মেয়ে।

স্থানীয় সূত্র ও কিশোরীর পরিবারের দেয়া তথ্য অনুযায়ী, নিহত লামিয়ার মা ঢাকায় কর্মরত তার বাবার প্রেরিত টাকা আনতে সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে বের হন। এসময় লামিয়া তার ছোট ভাই হাবিব ও নানী মইফুল বেগমের সঙ্গে ঘরে ছিলেন। রাত ৯টার দিকে মা ফিরতে দেরি হওয়ায় লামিয়া তাকে খুঁজতে ঘর থেকে বের হয়। এর পর বাড়ির সামনের পুকুর পাড়ের চাম্বল গাছে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পান মা হালিমা বেগম। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয় এবং পুলিশে খবর দেয়।

খবর পেয়ে রাত প্রায় ১২টার দিকে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। - গোফরান পলাশ