News update
  • $10mn Approved for Climate Resilience in CHT: ICIMOD     |     
  • At least 143 dead in DR Congo river boat fire tragedy     |     
  • Dhaka has worst air pollution in the world Saturday morning     |     
  • Container ships to ply between Mongla and Chattogram ports     |     
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     

কলাপাড়ায় গলায় ফাঁস দিয়ে অটো চালকের মৃত্যু

দূর্ঘটনা 2024-09-29, 11:10pm

dead-body-0eb37057444ee8c22523bc90e3c7df2d1727629810.jpg

Dead body.



পটুয়াখালী: পটুুয়াখালীর কলাপাড়ায় পারিবারিক বিরোধের জের ধরে মো. রবিউল ইসলাম (১৯) নামে এক অটো চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার রাত ১১ টার দিকে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মনসাতলী গ্রামে এ ঘটনা ঘটে। রবিউল ওই গ্রামের মো.জসিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় মহিপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পরিবারিক বিষয় নিয়ে নিজেদের মধ্যে বিরোধ চলে আসছিল রবিউল এর পরিবারে। ঘটনার দিন পরিবারের সদস্যদের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে বাড়ীর সবার অগোচরে রবিউল ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়। পরে বাড়ীর লোকজন ঝুলন্ত অবস্থায় লাশটি দেখে ডাক-চিৎকার করলে প্রতিবেশীরা এসে ঘটনাস্থলে জড়ো হয়। এসময় উপস্থিত মানুষ বিষয়টি পুলিশে জানালে  ঘটনাস্থল থেকে  পুলিশ লাশটি উদ্ধার করে।

এ ব্যাপারে মহিপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার জানান, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে  পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। - গোফরান পলাশ