News update
  • US Restructuring Plan May Include World Bank, IMF & UN Agencies     |     
  • AL-BNP clash leaves over 50 injured in Habiganj     |     
  • Bangladeshi youth injured in BSF firing along Akhaura border     |     
  • UN food agency says its food stocks in Gaza run out     |     
  • Pahalgam Attack: India, Pakistan Exchange Fire at LoC     |     

ফরিদপুরে বাস উল্টে নিহত ৫, আহত ৩৫

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2025-04-08, 12:58pm

rwerewrew-f85564907759ae76f3c8c5363b7b97521744095501.jpg




ফরিদপুর সদর উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে সদর উপজেলার বাখুন্ডা শরীফ জুট মিলের সামনে ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত চারজনের নাম- পরিচয় জানা গেছে। তারা হলেন- জোয়াত সরদার, তার ছেলে ইমন সরদার, আজিবর শেখ ও ভারতী রানী। বাকি হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। 

ফায়ার সার্ভিস জানায়, টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী হাই ডেক্স নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালানো হয়। বাসে প্রায় ৪০ জনের মতো যাত্রী ছিল। প্রায় সকলেই আহত। এর মধ্যে পাঁচজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।