News update
  • Dhaka’s air again turns ‘unhealthy’ Thursday morning     |     
  • SC reinstates caretaker govt system in BD Constitution     |     
  • Bangladesh can't progress sans women’s safety online & offline      |     
  • U.S. trade deficit drops 24% in Aug as tariffs reduce imports     |     

বোনের বাড়িতে বেড়াতে এসে আর বাড়ি ফেরা হলো না শিশু মারিয়ার

দূর্ঘটনা 2025-05-09, 12:16am

body-of-2-year-old-maria-being-carried-in-an-ambulence-065493ec066bf7aa48905d5b320ec3151746728190.jpeg

Body of 2-year-pld Maria being carried in an ambulance



কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় বোনের বাড়িতে বেড়াতে এসে আর বাড়ি ফেরা হলো না শিশু মারিয়ার। বৃহস্পতিবার (৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় ২য় শ্রেণীর শিশু শিক্ষার্থী মারিয়ার।

নিহত মারিয়া আক্তার উত্তর টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং উত্তর টিয়াখালী গ্রামের মো. মোজাম্মেল মৃধার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মারিয়া তার বোনের বাড়িতে বেড়াতে আসে। পরে সে তার বোনের মেয়েকে নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে সিক্স লেন সড়কে একটি অটো রিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। - গোফরান পলাশ