News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

মতিঝিলে সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2025-07-18, 7:09am

9777b45dc62a0dc13a0666bf29507cbcf33c4392601fce68-91c92ceb22272688d0dc25324625b0641752800996.jpg




রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে লাগা আগুন ১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। পুরোপুরি নির্বাপণে কাজ করছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১১টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ভবনে আটকে পড়া একজন সিকিউরিটি গার্ড আহত হয়েছেন বলে জানা গেছে। তিনি ধোঁয়ায় আটকে পড়ে অসুস্থ হয়ে পড়েন।

ফায়ার সার্ভিস সদর দফতর ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান, বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১০টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। ১১ মিনিটের পর অর্থাৎ ১০টা ৫১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি ইউনিট।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।