News update
  • Trump considering military options on Greenland; Europe rejects     |     
  • Fertiliser crunch threatens Kushtia’s onion boom despite high prices     |     
  • Security Council Divided on United States' Venezuela Action     |     
  • Over 1.53m voters register for postal balloting: Shafiqul Alam     |     

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নেতাকর্মীদের দ্রুত সহায়তার নির্দেশ বিএনপি-জামায়াতের

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2025-07-21, 3:21pm

f72eccb927df39342503502d51ec205f629f3cdcc79e33af-b66d11e8eb2f31b1c736331b25baaa951753089713.jpg




রাজধানীর উত্তরার প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে যেতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপি ও জামায়াত।

সোমবার (২১ জুলাই) বিএনপির পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে ছুটির মুহূর্তে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।

 এতে বলা হয়, বিমান বিধ্বস্তের ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, বিজিবি, পুলিশ ও সেনাবাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিএনপির স্বাস্থ্য টিমকে আহতদের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

এদিকে জামায়াতের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়ছে, বিমান বিধ্বস্তের ঘটনায় জামায়াতের সর্বস্তরের জনশক্তি, এলাকাবাসীকে উদ্ধার কাজে অংশগ্রহণ, আহতদের চিকিৎসা সেবায় সর্বাত্মক সহায়তা করতে আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

জানা যায়, দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন কলেজ এরিয়ায় বিধ্বস্ত হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার তথ্য নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিমানে তিনি একাই ছিলেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নেভাতে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে। এছাড়া দুপুরে বিজিবি সদর দফতর থেকে এক ক্ষুদে বার্তায় জানানো হয়েছে, উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি।