News update
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     

বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ মাছধরা ট্রলার ডুবি, নিখোঁজ -৬, উদ্ধার-৯

দূর্ঘটনা 2025-07-29, 11:14pm

fishermen-rescued-after-capsize-of-fishing-trawler-at-bay-of-bengal-under-treatment-at-kalapara-8b33a4c853deea955bd4a14b7f47fb941753809299.jpg

Fishermen rescued after capsize of fishing trawler at Bay of Bengal under treatment at Kalapara.



পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি সাগরকন্যা নামের একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এঘটনায় সমুদ্রে দিন ভেসে থাকার পর জেলেকে উদ্ধার করেছে অপর দুটি মাছধরা ট্রলার। এখনো নিখোঁজ রয়েছে আবদুর রশিদ, নজরুল ইসলাম, রফিক, ইদ্রিস, হারুন কালাম নামের জেলে। মঙ্গলবার ভোররাতে আহত জেলেদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত শুক্রবার সকাল দশটায় দিকে বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে ট্রলার ডুবির ঘটনা ঘটে। 

উদ্ধারকৃত জেলেরা জানান, বৃহস্পতিবার সকালে আবদুর রশিদ মাঝি ১৫ জেলে সহ মহিপুর থেকে ওই ট্রলারটি নিয়ে গভীর সাগরে যায়। শুক্রবার সকালে শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীয় গিয়ে জাল ফেলার পর হঠাৎ একটি ঝড় উত্তাল ঢেউয়ের তান্ডবে তাদের ট্রলারটি দুমড়ে মুচড়ে গিয়ে ডুবে যায়। এসময় তাদের কাছ থেকে জন হারিয়ে যায়। তারা ১৪ জন বাঁশ ফ্লুটের সাহায্যে ভাসতে শুরু করলে দু'দুফায় আরও জন হারিয়ে যায়। পরে তারা ভাসতে ভাসতে শেষ বয়া এলাকায় পৌঁছলে গতকাল রাতে দুটি ট্রলার ওই জেলেকে উদ্ধার করে।

মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, এঘটনায়  গত ২৬ জুলাই ট্রলার মালিক কিশোর হাওলাদার জেলে নিখোঁজ উল্লেখ করে একটি সাধারন ডায়েরি করেছেন। আমরা নিখোঁজ জেলের সন্ধানে চেষ্টা চালাচ্ছি। - গোফরান পলাশ