News update
  • Bangladesh Army takes 15 officers into custody     |     
  • DUCSU wants trial of all involved in enforced disappearances, killings     |     
  • ICT to Hear Hasina Crimes Against Humanity Case     |     
  • Army Detains 15 Officers Over War Crimes Warrants     |     
  • Machado dared to imagine a better world, worked tirelessly: Prof Yunus     |     

৩৭ হাজার ৮৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2022-06-26, 7:33am




বিমান বাংলাদেশ এয়ার লাইন্সসহ তিনটি এয়ার লাইন্সের ১০৩টি হজ ফ্লাইটে এ পর্যন্ত  ৩৭ হাজার ৮৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

শনিবার ঢাকায় হজ অফিসের এক বুলেটিনে জানানো হয়, ২৪ জুন রাত ১১টা পর্যন্ত সরকারি ব্যবস্থাপনার বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ৫৭টি, সৌদি এয়ার লাইন্সের ৪১টি এবং ফ্লাইনাস এয়ার লাইন্সের ৫টি হজ ফ্লাইটে এসব হজ যাত্রী নিরাপদে সৌদি আরবে অবতরণ করেন ।

বুলেটিনে বলা হয়, মোট ১০৩টি হজ ফ্লাইটে ৩ হাজার ৩৮৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ৭শ’ ৪ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন। এবার ৩৫৯টি হজ এজেন্সীর মাধ্যমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৬০ হাজার হজযাত্রী সৌদি আরব যাবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে। আগামী ৩ জুলাইয়ের মধ্যে সব হজ এজেন্সীকে হজ যাত্রীদের নিরাপদে সৌদি আরবে পৌছানোর  ব্যবস্থা নিতে বলা হয়েছে।  গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়েছে। সৌদি আরবে হজযাত্রীদের যাত্রার শেষ ফ্লাইট হবে ৩ জুলাই । 

আগামী ১৪ জুলাই হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। এ পর্যন্ত  বিভিন্ন কারণে ২জন মহিলাসহ ৬ জন হজ যাত্রী ইন্তেকাল করেছেন। এরমধ্যে মক্কায় ৪ জন ও মদিনায় ২ জন  হজ যাত্রী ইন্তেকাল করেন। তথ্য সূত্র বাসস।