News update
  • If the US Nuclear Umbrella Collapses, Will it Trigger a Euro-Bomb?     |     
  • Israeli restrictions on UN bodies in Gaza highlighted at ICJ     |     
  • Lightning strikes kill 11 in six Bangladesh districts     |     
  • Prof Yunus back home after his week-long Doha, Rome visits     |     
  • 5 of a family burn injuried in Gazipur gas cylinder blast      |     

লৌহজং এ নাগরিক কমিটির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল

ধর্মবিশ্বাস 2025-03-29, 11:50pm

iftar-and-doa-mahfil-held-at-kalapara-press-club-on-sunday-23-march-2025-3306a382c572e299a1bdff71e110ab0d1743270629.jpg

Iftar and doa mahfil



শনিবার (২৯ মার্চ): লৌহজং এ নাগরিক কমিটির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের  ইফতার মাহফিল অনুষ্ঠিত। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিরপুর বাংলা কলেজের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটি মুন্সিগঞ্জ জেলার মাজেদুল ইসলাম,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় পরিষদের ইবরাহীম নিরব, দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবাল, বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলন মুন্সিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক জাকারিয়া আহমেদ সাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুন্সিগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব আরাফাত প্রিতম, জাতীয় নাগরিক কমিটি সিরাজদিখান শাখার আল মাহবুব রবিন, ইঞ্জিনিয়ার সালমান সাদী, টঙ্গিবাড়ি থানার মেহেদী হাসান, মুন্সিগঞ্জ সদর উপজেলার সোহাগ আহমেদ, গাজী আবদুল আলীম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুন্সিগঞ্জ জেলার মুখপাত্র অবন্তিকা, যুগ্ম আহ্বায়ক রাতুল হাসান শান্ত প্রমুখ। - নিজস্ব প্রতিবেদক