News update
  • Sewage, trash, disease overwhelm displaced communities in Gaza     |     
  • World leaders rally for ‘full-speed’ climate action ahead of COP30     |     
  • Chel Snakehead: A Fish That Time Forgot, Rediscovered     |     
  • Investment Summit Touts Bangladesh’s FDI Promise     |     
  • World Bank Cuts South Asia Growth Forecast     |     

পটুয়াখালীতে রোববার ঈদ উদযাপন করছে ২২ গ্রামের ২৫ হাজার মানুষ

ধর্মবিশ্বাস 2025-03-30, 10:28pm

an-eig-congregation-in-patuakhali-on-sunday-f183712fced2e5a1cc5963cedb9d8a611743352242.jpg

An Eid congregation in Patuakhali on Sunday.



পটুয়াখালী: সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালীতে আজ ঈদ উদযাপন করছে ২২ গ্রামের ২৫ হাজার মানুষ। রবিবার সকাল পৌনে নয়টায় জেলার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ মাঠে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। 

এছাড়া জেলার সদর উপজেলার ৪ গ্রামে, রাঙ্গাবালীর ২ গ্রামে, গলাচিপার ৩ গ্রামে, দুমকির ২ গ্রামে ও বাউফল উপজেলার ৩ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ উপলক্ষে এসব গ্রামে সকাল থেকে বিরাজ করছে উৎসবের আমেজ।

স্থানীয়ভাবে এরা চট্রগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রায় ১০০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ পালন করে আসছেন তারা। - গোফরান পলাশ