News update
  • Alongside conflict, an info war is still happening in Gaza     |     
  • Bangladesh Urges Pakistan to Apologise for 1971 Atrocities     |     
  • IMF Continues Talks with Bangladesh for Loan Deal     |     

হজযাত্রীদের জন্য সৌদির নতুন নির্দেশনা

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2025-04-15, 7:03pm

rewtewtewt-a0b7e4e5388c604c12e0eadcde399bb41744722231.jpg




চলতি বছরের হজযাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। পবিত্র মক্কা নগরীর সমস্ত আবাসিক প্রতিষ্ঠানকে আসন্ন হজ মৌসুমে হজ পারমিট, শহরে কাজ করা ও অবস্থানের অনুমতি না থাকা ব্যক্তিদের আবাসন প্রদান না করার নির্দেশনা দেওয়া হয়েছে। 

সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ নির্দেশনা আগামী ২৯ এপ্রিল থেকে কার্যকর হবে এবং এর মেয়াদ শেষ হবে হজ সমাপ্ত হওয়ার পর। নিরাপদ ও সুশৃঙ্খল হজ নিশ্চিত করতে আন্তঃমন্ত্রণালয়ের প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নির্দেশ পালন হচ্ছে কি না তা যাচাই করতে মক্কার আবাসিক এলাকাগুলোতে সৌদির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়মিত টহল দেবেন।

বৈধ হজ ভিসা বা বিশেষ পারমিট ছাড়াই মক্কায় প্রবেশ করা ব্যক্তিদের ২৯ এপ্রিল থেকে শহরে থাকার অনুমতি দেওয়া হবে না। এই নীতিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন থাকা হজযাত্রী ও কাজ করতে আসা ব্যক্তিরা বাদে সমস্ত ভিসাধারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

উল্লেখ্য, প্রতি বছর হজের মৌসুমে হজ করতে সৌদি আরবে যান লাখ লাখ মুসল্লি। তবে তাদের মধ্যে সবাই যে বৈধভাবে যান তা নয়। অনেকেই প্রয়োজনীয় নথি ছাড়া অবৈধভাবে দেশটিতে প্রবেশ করেন। তাদের একটি অংশ আবার সেখানেই স্থায়ীভাবে থেকে যাওয়ার চেষ্টা করেন।

সাম্প্রতিক বছরগুলোতে এই নথিবিহীন অভিবাসীদের ব্যাপারে কঠোর হয়েছে সৌদি আরব। তাদের ধরতে সেখানে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, সরকারি হজ নির্দেশিকার বাইরে কোনো ব্যক্তির আবাসন প্রদান কঠোরভাবে নিষিদ্ধ।সূত্র: গালফ নিউজ