News update
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     

এবার ঈদের তারিখ ঘোষণা করল সৌদি আরব

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2025-05-28, 6:52am

45c24a8ded1e37080a166acebf68e30be26cab6e32d13612-b3834bdfea4efc21681aa5374cafd7751748393523.jpg




মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই এবং ওমানের পর এবার পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব।

দুবাই-ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৬ জুন (শুক্রবার) দেশটিতে উদ্‌যাপিত হবে ঈদুল আজহা।

এর আগে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই এবং ওমান।

গালফ নিউজ জানিয়েছে, মালয়েশিয়ায় পবিত্র জিলহজ বা ঈদুল আজহার চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় দেশটিতে জিলহজের চাঁদের অনুসন্ধান করা হয়। কিন্তু আকাশের কোথাও চাঁদ দেখা যায়নি। এর ফলে ঘোষণা দেয়া হয়, এ বছরের জিলকদ মাসটি ৩০ দিন পূর্ণ করবে এবং ২৯ মে থেকে জিলহজ মাস শুরু হবে। সে হিসেবে, মালয়েশিয়ায় আগামী ৭ জুন (শনিবার) উদ্‌যাপিত হবে ঈদুল আজহা। 

ইন্দোনেশিয়াও আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশটিতে ঈদুল আজহা পালিত হবে শুক্রবার (৬ জুন)। 

তবে ব্রুনাইয়ে চাঁদ দেখা যায়নি বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে গালফ নিউজ। ফলে দেশটিতে ঈদুল আজহা পালিত হবে আগামী ৭ জুন। 

এদিকে ৬ জুন ঈদুল আজহা উদ্‌যাপনের ঘোষণা দিয়েছে ওমান।