News update
  • Stocks advance at both bourses; turnover improves     |     
  • LCs surge for stable dollar, but settlement still sluggish     |     
  • Recruiting agencies’ explosive growth in BD unchecked: RMMRU     |     
  • Dhaka’s air quality recorded ‘unhealthy’ Thursday morning     |     
  • LPG Traders Announce Nationwide Halt to Cylinder Sales     |     

কলাপাড়ায় আজ পাঁচ হাজার পরিবারের ঈদ-উল-আযহা উদযাপন

ধর্মবিশ্বাস 2025-06-07, 12:34am

about-5000-families-celebrated-aid-ul-adza-in-kalapara-on-friday-84f4f191b3affdb3683c8ee6a97d0e651749234890.jpg

About 5000 families celebrated Aid-ul-Adza in Kalapara on Friday.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ার অন্তত: পাঁচ হাজার পরিবার আজ শুক্রবার ঈদ-উল-আযহা উদযাপন করেছেন। প্রতি বছরের মত সৌদি আরবের সঙ্গে মিল রেখে এরা ঈদ উদযাপন করেন।

উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গনে এই অনুসারীদের ঈদ-উল-আযহার নামাজের প্রধান জামাত সকাল আট টায় অনুষ্ঠিত হয়েছে। এ নামাজের ইমামতি করেন হাফেজ মো. এমদাদ আলী। অনুসারিরা এখবর নিশ্চিত করেছেন। এছাড়া চালিতাবুনিয়া, গিলাতলা, ফুলতলী, পাঁচজুনিয়া ও ধানখালী দরবার শরীফের হাজারো অনুসারি প্রধান জামায়াতে অংশ গ্রহণ করেন।  কলাপাড়া পৌর শহরের নাইয়াপট্টি, উত্তর লালুয়া মাঝিবাড়ি সহ বিভিন্ন স্পটে আরও আটটি ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত হওয়া গেছে। নামাজ শেষে তারা নিজেদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। নামাজের পরেই তারা কোরবানির পশু জবাই করেন। এসব অনুসারিরা আগেই কোরবানির পশুসহ নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা সম্পন্ন করেছেন। এসব পরিবারে বিরাজ করছে ঈদের পূর্ণ আমেজ।

অনুসারিরা জানান, তারা চিটাগং এর চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ গ্রামের সিলসিলায়ে আলীয়া কাদরিয়া চিশতিয়া জাহাগিরিয়িা তরিকতের অনুসারী। স্থানীয় ভাষায় এদেরকে চাঁদ টুপির অনুসারী বলা হয়। নিশানবাড়িয়া, গন্ডামারি, মরিচবুনিয়া, চালিতাবুনিয়া, ছইলাবুনিয়া, সেনের হাওলা, পৌর শহরের নাইয়াপট্টি, বাদুরতলী, তেগাছিয়া, সাফাখালী, চরপাড়া, আজিমদ্দিন গ্রামে প্রায় পাঁচ হাজার পরিবারে ১৫ হাজার লোক বসবাস করছেন। তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার ঈদ-উল-আযহা উদযাপন করেছেন। - গোফরান পলাশ