News update
  • Medical team hopeful about Khaleda’s recovery in Bangladesh     |     
  • Beanibazar green cover shrinks, migratory birds disappear     |     
  • অতিথি পাখির বিচরণ আর দুষ্টুমিতে নান্দনিক হয়ে উঠেছে কুয়াকাটার চর বিজয়      |     
  • Remittance inflow exceeds $632 million in first six days of Dec     |     
  • 18 migrants die as inflatable boat sinks south of Greek island of Crete     |     

বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে কুয়াকাটায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ধর্মবিশ্বাস 2025-12-07, 11:00pm

a-human-chain-and-protest-rally-was-organised-in-kuakata-demanding-exemplary-punishment-of-baul-abul-sarkar-on-sunday-169cb630b54d24c0155c7b472ae839f01765126811.jpg

A human chain and protest rally was organised in Kuakata demanding exemplary punishment of Baul Abul Sarkar on Sunday.



পটুয়াখালী: কোরআন অবমাননার প্রতিবাদে এবং বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীর কুয়াকাটায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তৌহীদি জনতা। রবিবার আসর নামাজ বাদ কুয়াকাটা স্টুডেন্ট এলায়েন্স নামে একটি সংগঠনের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল থেকে বক্তারা আল্লাহকে নিয়ে কটূক্তিকারী বাউল আবুল সরকার ও কোরআন অবমাননারকারি ব্রাক্ষন বাড়িয়ার যুবক এর বিচার তথা সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে পৌর এলাকার বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জেম সহ শতাধিক মুসুল্লীরা এতে অংশগ্রহন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন কুয়াকাটা সাগর সৈকত জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা মোস্তফা কামাল, কুয়াকাটা বাইতুল আরোজ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাঈনুল ইসলাম মান্নান, ইমাম কারী মোঃ নজরুল ইসলাম, মাওলানা আব্দুল খালেক,  কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, হাফেজ মো: হুমায়ুন কবির, কুয়াকাটা ঘাটলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোবাশ্বের হোসেন, হাফেজ মশিউর রহমান, স্টুডেন্ট এলায়েন্স এর সদস্য মুজাহিদ সিফাত,আরিফুল ইসলাম প্রমুখ।

এসময় বিভিন্ন মসজিদের ইমামরা বলেন, এদেশে কোনো ব্যক্তি বিশেষ তথা রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করলেই মামলা হয়, অভিযুক্তকে গ্রেফতার ও বিচারের দাবিতে আন্দোলন হয়। অথচ মহান আল্লাহ তায়ালার সাথে বেয়াদবি করা ভ্রান্ত সম্প্রদায় বাউলদের একজনকে আটক করা হলেও বিচার করা হচ্ছে না। বরং কেউ কেউ এই ভন্ড বাউলের পক্ষ নিয়ে বক্তৃতা বিবৃতি দিচ্ছে। যা একটা মুসলিম প্রধান দেশের জন্য চরম লজ্জাজনক। মুসলিম পরিচয়ে এমন কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের মুসলিম বলাতো দূরের কথা জন্ম পরিচয় নিয়েও সন্দেহ আছে। এরা মূলত: ইহুদি ও ব্রাহ্মণ্যবাদী চক্রের দালাল। এরা মুসলিম বিদ্বষী ও বাংলাদেশ বিরোধী কুচক্রী।

বক্তারা আল্লাহকে কটুক্তিকারী আবুল সরকারকে দ্রুত শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপনে সরকারের প্রতি আহ্বান জানান তারা। - গোফরান পলাশ