News update
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     
  • IAEA Chief Calls for Renewed Commitment to Non-Proliferation     |     

কুমিল্লা সিটির নতুন মেয়র তাহসিন বাহার সূচনা

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2024-03-09, 11:17pm

iaijiadakdl-14807e8d3ab8b46748714098edcb905d1710005197.jpg




কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র পদে উপনির্বাচনে জয়লাভ করেছেন স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে তাহসিন বাহার সূচনা।

তিনি পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি) প্রতীক নিয়ে পেয়েছেন ২৬৮৯৭ ভোট। এ ছাড়া নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া) প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ভোট। আরেক প্রার্থী নূর-উর রহমান মাহমুদ তানিম (হাতি) প্রতীক পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট।

শনিবার (৯ মার্চ) রাতে কুমিল্লা জিলা স্কুল থেকে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।

এ সিটিতে মোট ভোটার ছিলেন ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। এর মধ্যে ৯৪ হাজার ১১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদানের হার ৩৮ দশমিক ৮২ শতাংশ।