News update
  • Mild cold wave sweeps parts of Bangladesh: Met Office     |     
  • Saturday’s EC hearing brings 51 candidates back to election race     |     
  • Food, air, water offer Dhaka residents few safe choices     |     
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     

এনআইডি সেবা বন্ধের হুঁশিয়ারি

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2025-03-06, 4:48pm

erewrwer-f230139f6fbf8d4cf29c82212ff040e91741258093.jpg

বৃহস্পতিবার (৬ মার্চ) ইসি সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে কথা বলছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। ফাইল ছবি



জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীন রাখার দাবি জানিয়েছেন ইসি সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (৬ মার্চ) নিজেদের দবি জানাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের দফতরের সামনে জড়ো হন তারা।

এনআইডি সেবা নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেয়ার যে পরিকল্পনা হচ্ছে তা থেকে সরে আসার দৃশ্যমান অগ্রগতি না হলে ১২ মার্চ মানববন্ধন এবং ১৩ মার্চ থেকে কর্মবিরিতির ঘোষণা দিয়েছেন তারা।

পরে কর্মকর্তাদের আশ্বস্ত করে সিইসি বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, এমন কোনো বিষয় আমি শুনিনি। এমন আলাপ-আলোচনা হয়েছে, হয়তো নীতিগত বিষয়ে চিন্তা চলছে। কীভাবে এটা করা হতে পারে এ নিয়ে আলোচনা চলছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের যখন মিটিংয়ে ডাকা হলো তখন আমরা জানলাম (সিভিল রেজিস্ট্রেশন উদ্যোগের কথা), অফিসার গেছেন মিটিংয়ে। সরকার হয়তো চিন্তা করছে একটা জায়গা থেকে সার্ভিসটা দেবে। এনআইডি ইসির কাছে আছে, থাকবে–এ বিষয়ে কমিশন সম্পূর্ণ একমত।’

জানা যায়, জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সেবা সহজ করতে সিভিল রেজিস্ট্রেশন নামে একটি আলাদা কমিশনের উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে স্থানীয় সরকার, সুরক্ষা সেবা বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগসহ অংশীজনদের মতামতও নিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন নিতে বিগত সরকারও আইন করেছিল। যদিও অন্তর্বর্তী সরকার ওই আইনটি বাতিল করে ইসির কাছেই ফিরিয়ে দেয় এ সেবা। এখন আবারও এনআইডি নিয়ে আলাদা কমিশন গঠনের সিদ্ধান্ত নিচ্ছে সরকার।