News update
  • Public awareness campaign before fuel loading at Rooppur NPP     |     
  • Chief Adviser Dr Yunus pays homage to martyred intellectuals     |     
  • Martyred Intellectuals Day: A Nation’s Loss and Resolve     |     
  • EC seeks enhanced security for CEC, ECs, election officials     |     
  • Humanoid robots take center stage at Silicon Valley summit, but skepticism remains     |     

তফসিল ঘোষণা ঘিরে কড়া নিরাপত্তায় নির্বাচন ভবন

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2025-12-11, 2:25pm

6f8a319067820b3d8417501787d0b3f7652c3fcbff4a58d0-f37c56120175489e9a08a8b1bef976331765441541.jpg




ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে দেখা যায়, কমিশন ভবনের সামনের রাস্তায় চলাচল সীমিত করা হয়েছে৷ লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে ভবনে সামনের অংশ৷

এছাড়া প্রধান সড়ক থেকেই কমিশনে প্রবেশে কড়াকড়ি দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে৷ পরিচয় নিশ্চিত হওয়া ছাড়া ঢুকতে দেয়া হচ্ছে না ভবনে৷

এদিকে, সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি গণমাধ্যমে প্রচারিত হবে তফসিলের ঘোষণা৷ তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন৷

তফসিলে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ, মনোনয়নপত্র উত্তোলন, জমা, প্রত্যাহারের তারিখ জানা যাবে৷

এছাড়া প্রার্থীদের আচরণবিধি, ভোটারের উদ্দেশ্যে দিক নির্দেশনাসহ নানা বিষয় উঠে আসবে তফসিলে৷