News update
  • Israeli strikes kill 43, including children, in Gaza     |     
  • WFP Deputy Chief Warns of Deepening Crisis in Gaza     |     
  • UN Warns Gaza Fuel Crisis Threatens Humanitarian Collapse     |     
  • WHO’s Saima Wazed placed on indefinite leave amid graft probe     |     
  • UNRWA Commissioner-Gen. on Gaza: 800 starving people killed     |     

অবৈধ সনদ-মার্কশিট তৈরি: কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট আটক

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2024-04-01, 7:08pm

chor-1024x576-1-1f9beb06cec312595689e2ade7e91e821711976913.jpg

শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে নেয়া



বিপুল পরিমাণ অবৈধ সনদ ও মার্কশিট তৈরির সরঞ্জামসহ কারিগরি শিক্ষাবোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্টকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (১ এপ্রিল) সকালে তাকে আটক করা হয়।

আটক ওই সিস্টেম অ্যানালিস্টের নাম প্রকৌশলী একেএম শামসুজ্জামান। বহুদিন ধরে অবৈধ সনদ আর মার্কশিট বানিয়ে সেসব শিক্ষাবোর্ডের অনলাইনে আপলোড করতেন তিনি।

এ চক্রে তার সাথে কাজ করাদের নিয়ে গত ২৪ মার্চ অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা নিউজ। তারপরই সে চক্রের সন্ধানে মাঠে নামে গোয়েন্দারা।

যমুনা টেলিভিশনের অনুসন্ধানী ওই রিপোর্টে দেখানো হয়, অনলাইনে নানা পেইজ খুলে অবৈধ সনদের এ ব্যবসা চলছে। ঢাকা, চট্টগ্রাম, পাবনা ও কিশোরগঞ্জে এই চক্রের চারজনকে প্রমাণসহ সামনে আনে যমুনা নিউজ। সে সূত্র ধরেই কারিগরি শিক্ষাবোর্ডের সিস্টেম অ্যানালিস্টকে আটক করা হয়। যমুনা নিউজ।