News update
  • Irregularities, injustice will no longer be accepted in politics: Jamaat Ameer     |     
  • 2 arrested in Jhenaidah for allegedly selling madrasa student     |     
  • Koko’s wife campaigns for Tarique in Dhaka-17     |     
  • Bangladeshi Expats Cast 4.58 Lakh Postal Votes     |     
  • IMF Forecasts Bangladesh GDP to Rebound to 4.7% in FY26     |     

ঝালকাঠিতে ১২ পরীক্ষার্থী বহিষ্কার, ১৩ পর্যবেক্ষককে অব্যাহতি

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2025-04-15, 7:19pm

ertertreye-d70476977c25579bbc17484c7944a0d01744723191.jpg




ঝালকাঠির নলছিটিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার দ্বিতীয় দিনে উপজেলায় জিআর মাধ্যমিক বিদ্যালয় ও নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে ৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ৮ পর্যবেক্ষক ও একজন কেন্দ্র সচিবকে পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) উপজেলার ভরতকাঠি জিআর মাধ্যমিক বিদ্যালয় ও নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

অব্যাহতি পাওয়া কেন্দ্র সচিব হলেন ভরতকাঠি জিআর মাধ্যমিক বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক ফিরোজ আলম। এছাড়া আট শিক্ষক হলেন—এসএম কামরুল হুদা, তাসরিন সুলতানা, হুমায়ুন কবির, হাবিবুর রহমান তপু, ইসরাত জাহান, মহিউদ্দিন সরদার, শহিদুল ইসলাম ও ইসলামু হক সজিব। তারা ভরতকাঠি জিআর মাধ্যমিক বিদ্যালয়, তিমিরকাঠি মাধ্যমিক বিদ্যালয় ও মর্ডান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, আমরা একটি স্বচ্ছ পরীক্ষা সম্পাদনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ৬ শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করায় তাদের বহিষ্কার করা হয়। এছাড়া ভরতকাঠি জিআর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব ও পরিদর্শকের দায়িত্ব পালনকারী ৮ শিক্ষক যথাযথভাবে দায়িত্ব পালন না করায় তাদের আগামী পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া রাজাপুরে ৬ শিক্ষার্থী ও ৫ শিক্ষক বহিষ্কার। আরটিভি