News update
  • Protecting health demands no money: Bangladeshi expert     |     
  • EU Deploys 56 Long-Term Observers Across Bangladesh     |     
  • Appeals over nomination papers:18 more regain candidacies back     |     
  • More than 100 dead in torrential rains and floods across southern Africa     |     
  • Islami Andolan to Contest Election Alone in 13th Poll     |     

মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, পেলেন যত নম্বর

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2025-12-14, 6:01pm

ertwer4324-a088096ae440127aa88f73ed970498761765713667.jpg




দেশের সরকারি-বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজগুলোর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় দেশসেরা হয়েছেন জাহাঙ্গীর আলম শান্ত। 

তিনি ঢাকার সরকারি বিজ্ঞান কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন এবং ৯১.২৫ নম্বর অর্জন করে সর্বোচ্চ স্কোর করেছেন। তার রোল নম্বর ২৪১৩৬৭১।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে এ ফলাফল প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এবার পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২০ হাজার ৪৪০ জন পরীক্ষার্থী, যা মোট আবেদনকারীর ৯৮ দশমিক ২১ শতাংশ। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২ হাজার ১৯২ জন পরীক্ষার্থী। অন্যদিকে পরীক্ষাকেন্দ্রে অনিয়মের দায়ে দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

ভর্তি পরীক্ষার ফলাফলে দেখা গেছে, মোট ৮১ হাজার ৬৪২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, যা মোট অংশগ্রহণকারীর ৬৬ দশমিক ৫৭ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন এবং নারী পরীক্ষার্থী ৫০ হাজার ৫১৪ জন। অর্থাৎ পাস করা পরীক্ষার্থীদের প্রায় দুই-তৃতীয়াংশই নারী।

ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার জিপিএ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত মোট স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটসমূহে প্রাথমিকভাবে ৫ হাজার ৬৪৫ জন পরীক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে নারী পরীক্ষার্থী ৩ হাজার ৬০৩ জন এবং পুরুষ পরীক্ষার্থী ২ হাজার ৪২ জন, যা সরকারি মেডিকেল শিক্ষায় নারী শিক্ষার্থীদের অংশগ্রহণের স্পষ্ট প্রতিফলন।

গত ১২ ডিসেম্বর দেশব্যাপী অনুষ্ঠিত হয় সরকারি-বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা। সকাল ১০টা থেকে দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা।

এ বছর লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্নে (এইচএসসি বা সমমানের সিলেবাস অনুযায়ী) পরীক্ষা হয়েছে। প্রতিটি প্রশ্ন ১ নম্বর করে মোট ১০০ (একশত) নম্বরের বিষয়ভিত্তিক বিভাজন হলো যথাক্রমে জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থ বিজ্ঞান-১৫, ইংরেজি-১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়ন-১৫। পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০ নম্বর। পরীক্ষার সময় গত বছরের তুলনায় ১৫ মিনিট বাড়িয়ে ১ ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছিল। লিখিত ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হয়।