News update
  • Power failure halts Metro Rail operations for over half an hour     |     
  • Floods and landslides kill 14 in Nepal: police     |     
  • Eight killed in gun battles in Indian Kashmir: police     |     
  • BNP forms convening committees for its Dhaka South, North, Ctg, Barisal city units     |     
  • Prattay Pension Scheme: Univ teachers’ strike continues for 5th day     |     

ঈদের ছুটিতে পর্যটকের পদচারনায় মুখর কুয়াকাটা

পর্যটন 2024-06-18, 7:59pm

kuakata-abuzz-with-tourists-in-eid-ul-adha-festival-022e685f494cc7637aa9d658d60ad9011718719191.jpg

Kuakata abuzz with tourists in Eid-ul-Adha Festival



পটুয়াখালী:  ঈদের দ্বিতীয় দিনে পর্যটকের পদচারনায় মুখর হয়ে উঠেছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। মঙ্গলবার সকাল থেকে সৈকতে পর্যটকের উপস্থিতি বাড়তে থাকে।

প্রিয়জনকে সাথে নিয়ে সৈকতের বেলাভূমিতে আনন্দ উন্মাদনায় মেতেছেন অনেকেই। কেউ কেউ  আবার সৈকতের বেঞ্চিতে বসে অথবা প্রিয়জনের হাতে হাত রেখে সৈকতের মেলাভূমিতে হেঁটে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য।  ঝাউবাগান,  শুটকি পল্লী ও গঙ্গামতি সহ বিভিন্ন পর্যটন স্পটে পর্যটকের উপস্থিতি বেড়েছে। এতে কুয়াকাটার ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে বিক্রী বেড়েছে। 

সৈকতের ছাতা বেঞ্চ ও স্পীড বোট ব্যবসায়ী মো:  খলিফা বলেন, আজকে অনেক পর্যটক বেড়েছে। এ সপ্তাহে আরও বাড়বে। 

হোটেল মোটেল অউনার এসোসিয়েশন সাধারণত সম্পাদক মোঃ মোতালেব শরীফ জানান, আজকে ভাল পর্যটক আসছে এবং ফোনেও রুম বুকিং হচ্ছে। গরমটা কমলে আরো পর্যটকের আগমন ঘটবে। 

বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন, পর্যটকের নিরাপত্তারয় আমরা উপজেলা প্রশাসন ও মহিপুর থানা পুলিশ, কুয়াকাটা টুরিস্ট পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত আছি। - গোফরান পলাশ,